দিগন্তের ওই ধূসর মেঘগুলি আজ
অস্থির চঞ্চলা ,
ঈশানী কোণের ছুটন্ত হাওয়া এসে
লুটুপুটি খেলায় মেতে উঠেছে
এলোমেলো খোলা চুলে,
ঝরা পাতাগুলো দিক বিদিক পাগলা
আবেশে
ছুটন্ত ঘোড়ার মত দৌড়ে বেড়াচ্ছে ক্লান্ত অবশ্রান্ত দেহে ।
দূরের ওই যে নীলাকাশে ….
পূবালী হাওয়ায় বিদ্রোহী খেলায় মাতোয়ারা
শূন্যে ভাসমান ঘুড়িগুলোও বেসামাল বাতাসের আকুলতায়
নাটাইয়ে ফিরে যাবার বাসনাকে
বুড়ো আঙুল দেখিয়ে আরো ঊর্ধ্ব মুখে ধাবমান।
ক্লান্ত আমার দু’পায়ে কে যেনো
লজ্জাবতীর শেকল পড়িয়ে দিয়েছে!
আমার ঐ নগ্ন পা এখন আর তালের ঝংকারে
ঘুঙ্গুরকে আপন করে কাছে টেনে নেয় না যে!
আমার এই শূন্য মন
প্রফুল্লতায় আপ্লুত হবার বাসনায়
হারমোনিয়ামে সুরের মূর্ছনায়
ডুব সাঁতারে মজে যায় না যে আর !
অশান্ত সব ধূসর কষ্টগুলোকে
আবেশে একান্ত আপন করে নিয়েছি
দুঃখবতীর মায়া জালে জড়িয়ে
নিজেই দুঃখবতী হয়ে ……