মার্গে অনন্য সম্মান মীর শাহনাজ খাতুন (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৩৮
বিষয় – প্রেমের ঋতু বসন্ত
প্রেমের মাধুরী ভরা বসন্তে
আজি এ মাধুরী ভরা ফাল্গুনী প্রাতে
প্রেমের পরশে এল রঙিন বসন্ত।
পলাশ শিমুল ও ফাগুয়ার ফাগ মেখে
প্রেমের বন্যায় ভাসবে এ ধ্বরা প্রান্ত।।
মলয়ার স্নিগ্ধ সমীরনে
দেবে মনের দুয়ার খুলে।
প্রজাপতি রঙিন পাখনা মেলবে
শিমুল কৃষ্ণচূড়ার ডালে ডালে।।
আকাশে বাতাসে বসন্তের আবির ভাসে
প্রকৃতি সেজেছে নতুন রঙিন সাজে।
পুলকিত মনে প্রণয় প্রণয়ীর গানে
উঠবে সুরের ঝংকার বেজে।।
কারো কারো মনে বইবে বন্যা
কারো মনে আসবে নীরবতা নেমে।
যতই শোক স্মৃতির মূর্ছনা থাক না কেন
প্রেমের মাসে যাবে নাকো
প্রেম কোনোদিন থেমে।।
পলাশ শিমুল লালে লাল রং
বাহারি ফুটেছে ফুল
তবুও ব্যাকুল কুঞ্জবন।
ফাগুন ধারায় সকলকে মিলিয়ে দিতে
হল বসন্তের ই আগমন।।
বসন্ত বিলাপের ভাঁজে ভাঁজে
ভ্রমর ও ফুলের হবে মিতালী।
মৌমাছিরা মধুবনে গুনগুনিয়ে
গাইবে গীতালী ।।
তপোবনের বৃন্তে বৃন্তে ভরে গেছে
নতুন ফুলে ফুলে।
বসন্তে কোকিল ডাকে কুহু কুহু
কৃষ্ণচূড়ার ডালে ডালে।।
শীত এখন নিল বিদায়
রুদ্রবীনা বাজিয়ে এল
রঙিন বসন্ত।
পাহাড়িয়া সুরে মাদলের তালে
সাঁওতালি নাচটা
লাগবে না মন্দ।।
ফাগুনের রূপ রং ডালে ডালে
সব দিয়েছে ছড়িয়ে।
লাল ও বাসন্তী রঙে বসুন্ধরা
দিল রাঙিয়ে।।
ফাগুনে ধরেছে আগুন
প্রকৃতি হয়েছে দিশেহারা।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার আবির রঙে
বসন্ত দিয়েছে সাড়া।।