মার্গে অনন্য সম্মান মীর শাহনাজ খাতুন (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪১
বিষয় – কনকাঞ্জলি / কালবৈশাখী
কাল বৈশাখী
অসহায় পৃথিবী রুদ্রমূর্তি ধরেছে আজ
ঝোড়ো বৃষ্টি ধূলায় পড়ে সোঁদা মাটির তুলেছে ঝাঁঝ।
কাল বৈশাখীর দাপটে সিজদা দিয়েছে গাছগুলি
উড়িয়ে নিয়ে গেছে সে গাছের পাতা পথের ধূলি।
প্রবল গতিতে বইলো ঝড় বাজ পড়ে কড় কড় কড়
ঐ বুঝি এলো কাল বৈশাখী ঝড়।
ঈশান কোনে ঘোর অন্ধকার আসছে রুদ্র জটাধারী
ভূমে লুটে বনস্পতি পবন প্রলয়ে তপ্ত লয় কারী।
নদীর এপার থেকে ওপারে যায় তরী দিশেহারা হয়ে মাঝি
তুলে দিয়ে পাল কষে ধরেছে হাল নিতে হবে তরী পার করে আজি।
ঝড়ের দাপটে গাছের পাতা উড়ছে দেখ তাদের এখানে জীবন শেষ
শাখা প্রশাখা ভেঙে মাটিতে লুটিয়ে পাখির বাসা কাটে না যেন মৃত্যুর রেষ।
কালো মেঘে আঁধার ঘনায় বৃষ্টি নামে ঝমঝম করে
বৈশাখী ঝড়ে উড়িয়ে দিল খড়ের চালা নিল বসত ভিটে কেড়ে।
ঝরে গেল কত ফল উড়ে গেল পাখির বাসা নদীতে ঢেউ জাগলো উথাল পাতাল
বজ্র বেশে কাল বৈশাখী এসে ভাঙলো টিনের চাতাল।
মেঘ করেছে আঁধার কালো সূর্য গেছে পাটে
রাখাল বালক গোষ্ঠে ফিরে বধূরা কাপড় কাচে ঘাটে।
বৈশাখের এই কাল বৈশাখী ঝড়ে
বনস্পতির উপর পড়বে প্রকোপ শাখা প্রশাখা নিবে কেড়ে।
শান্ত হবে তপ্ত ভূমি শীতল হবে প্রকৃতির প্রাণ
বৃক্ষের পাতা ঝরে ভাঙা ঘরের দৃশ্য অতি ম্লান।
সূর্যের প্রকট দাবদাহ আর কাল বৈশাখীর উত্তাল ঝড়ে
হে আল্লাহ গো পৃথিবীর বিষাক্ত বায়ু যেন সপাটে যায় উড়ে।