ক্যাফে কাব্যে মলয় সরকার

বিশ্বাসের আয়না

বিশ্বাসের আয়নাটা ভেঙে গেছে,

ছড়িয়ে পড়েছে টুকরো টুকরো হয়ে,

প্রেতের হাসি হাসছে

জানালা দেওয়াল দরজা-

সূর্য উঠছে যদিও

অরুণ আলোয় রাঙা হয়ে আগের মতই,

অন্ধকারের নীল সমুদ্রে

তবুও হাতড়ে বেড়াচ্ছে মুক্তা

হতাশ ডুবুরী-

কখনও কি চাষী বৌয়ের মুখে

ফুটে উঠবে

সোনালী ধানের হাসি?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।