ক্যাফে কাব্যে মলয় সরকার

বিশ্বাসের আয়না
বিশ্বাসের আয়নাটা ভেঙে গেছে,
ছড়িয়ে পড়েছে টুকরো টুকরো হয়ে,
প্রেতের হাসি হাসছে
জানালা দেওয়াল দরজা-
সূর্য উঠছে যদিও
অরুণ আলোয় রাঙা হয়ে আগের মতই,
অন্ধকারের নীল সমুদ্রে
তবুও হাতড়ে বেড়াচ্ছে মুক্তা
হতাশ ডুবুরী-
কখনও কি চাষী বৌয়ের মুখে
ফুটে উঠবে
সোনালী ধানের হাসি?