কবিতায় বলরুমে মহুয়া সমাদ্দার

কটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষকা । পড়াশোনা --ইংরেজি অনার্স, এম.এ. , বি.এড.

বেকারত্বের যন্ত্রণা

ভীষণ শীতে জড়িয়ে রাখা চাদরে মোম রঙা জ‍্যোৎস্না নির্ভরতা বাড়ায় আকাশের
আকাশ জমিয়ে রাখে বৃষ্টিহীন শীতের মন খারাপের চিঠিপত্র
মেঘ-পিওনেরা আকাশের দিকে বেকারত্বের যন্ত্রণা পুষে রাখা দৃষ্টিতে তাকালেই
আকাশ ভেঙ্গে পড়ে যায় নদীর বুকে
নদী ফিসফিস করে আকাশের কানে কানে বলে ,
–“পেটের টান বড়ো টান “
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।