ভগ্নাংশের ব্যপ্তিতে চলছে স্নায়ুযুদ্ধ
মাছরাঙা দ্বীপের উড়ন্ত এক পাখি
কাঁটাতার পেরিয়ে প্রাতঃভ্রমনে
মিঠে এক আস্বাদে
ঢুকে পড়ে ওপারে
তাক করা রাইফেল থেকে
ছুটে যায় বুলেট
সোজা বুকের পাঁজরে
লুটিয়ে পড়ে সে
রক্তাক্ত মাটি
মাথার ওপর ছেদহীন আকাশ
কেবল শূন্যতা মেপে মেপে চলে
অলীক কল্পনার মায়াজাল
অদ্ভূত জীবন পরিহাসে
শুধু অগ্রগতি আর অগ্রগতি….
মানচিত্রের পরিধি ক্ষুদ্র হতে হতে
বলিষ্ঠ রাষ্ট্রের মানচিত্র জুড়ে
অবশিষ্ট আরো এক ভগ্নাংশ ….
হয়তো আরো আরো ভগ্নাংশ
সারা বিশ্বের অলিন্দে অলিন্দে
স্নায়ুযুদ্ধে রয়েছে ব্যপ্ত
ভগ্নাংশের ব্যপ্তিতে চলছে স্নায়ুযুদ্ধ
চলছে জীবন ….
মানচিত্র
পাখিদের কোনো মানচিত্র নেই
নেই ভৌগোলিক সীমা
নেই কাঁটাতারের এপার-ওপার…