|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় মহুয়া সমাদ্দার
by
·
Published
· Updated
গল্পের নাম প্রথম ছোঁয়া
—“এই শোনো না । এই কানের দুলটাতে মানাবে আমায় ? লাল শাড়িটার সাথে দারুণ ম্যাচিং হবে না গো ? “—দেবারতি শ্রীপল্লীর রথের মেলায় তার স্বামী দিব্যেন্দুকে বললো ।
দিব্যেন্দু বললো , —“আমার বৌকে লাল রঙের যে কোনো জিনিসেই মানায় । আসলে কার বৌ দেখতে হবে তো ! “–দেবারতি দিব্যেন্দুর পিঠে একটা আলতো চাপড় মেরে কানের দুলের দিকে মুখ ফেরাতেই দেখে কানের দুলটা উধাও ।
দোকানীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দোকানী দেবারতির পাশে দাঁড়ানো মহিলাকে চোখের ইশারায় দেখালো । দেবারতি তাকিয়ে দেখে শ্রীপর্ণা লাল দুলটা অলরেডি কানে পরে আছে । পাশে দাঁড়িয়ে আছে সপ্তক ।
দেবারতি একবার জ্বলন্ত দৃষ্টিতে শ্রীপর্ণার দিকে তাকিয়ে দিব্যেন্দুর হাত টেনে ওই দোকান থেকে বেরিয়ে গেল । দিব্যেন্দু বললো,—” ওই মেয়েটা তোমার পছন্দের জিনিসটা নিয়ে নিলো আর তুমি কিচ্ছুটি বললে না ?……..”
আরও কিসব যেন বলে চলেছে দিব্যেন্দু । কিছুই কানে ঢুকছে না তার । ছেঁড়া ছেঁড়া স্মৃতিগুলো চোখের সামনে মেঘের মতো আস্তরণ সৃষ্টি করছে । কলেজ ফেস্ট — সপ্তকের প্রথম চুমু …. …..সেকেন্ড ইয়ারে শ্রীপর্ণার অন্য কলেজ থেকে ভর্তি হওয়া … সপ্তকের হঠাৎ পাল্টে যাওয়া ….দেবারতিকে পাত্তা না দেওয়া …. বন্ধুদের মুখে শুনতে পাওয়া ওদের বিয়ের খবর ।