সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব – ১)

আবেল পুরাণ: নিলস হেনরিক আবেল স্মরণলেখ
১
সেই মানুষটির নামে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয় ব্যস্ততম রেলস্টেশনের কাছে একটা রাস্তা আছে। বছরে পনেরো কোটি লোক যাতায়াত করে গারে দে লিওঁ স্টেশনে। সাইন নদীর তীরে সেই স্টেশনের সামনেই তাঁর নামে রাস্তা, রুয়ে আবেল। বাংলায় আবেল সরণি।
আর নরওয়ের ডিকসন ল্যাণ্ডে ১১২৩ মিটার বা ৩৬৮৪ ফুট উঁচু একটা পর্বতের নামও তাঁর নামে। আবেলটপ্পেন। বাংলায় আবেল শিখর।
তিনি নিলস হেনরিক আবেল। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গণিতসাধক।
আজ থেকে ২২১ বৎসর আগে, ১৮০২ খ্রিস্টাব্দে ৫ আগস্ট তারিখে তিনি জন্মেছিলেন।
গণিতের দুনিয়াটাকে বুঝি তিনি নিজের হাতে একটা ঝটকা দিয়ে পালটে দিয়েছিলেন।
নিলস হেনরিক আবেল ( ৫ আগস্ট ১৮০২ – ৬ এপ্রিল ১৮২৯)। মাত্র ছাব্বিশ বছরের জীবন তাঁর। এখন তাঁর নামে গণিতের বিশ্ববিখ্যাত পণ্ডিতদের সম্মানিত করা হয়। আবেল পুরস্কার চালু হয়েছে এই বিশ বছর আগে। ২০০৩ খ্রিস্টাব্দে। প্রথমবারের পুরস্কারটি পেয়েছেন জঁ-পিয়ের সার ( ১৯২৬ -)। ২০০৪ এ আবেল পুরস্কার পেয়েছেন দুজন। মাইকেল আতিয়া (১৯২৯ – ২০১৯) আর ইসাডোর সিঙ্গার ( ১৯২৪ – ২০২১)। সাম্প্রতিকতম আবেল পুরস্কারটি ঘোষণা হয়েছে ২০২৩ এ। পেয়েছেন আরজেনটাইন- আমেরিকান গণিতবিদ লুইস অ্যাঞ্জেল কাফারেলি ( ১৯৪৮-)।
নিলস হেনরিক আবেল ছিলেন নরওয়ের একজন গণিতবিদ। তিনি তাঁর স্বল্পায়ু জীবনে গণিতের নানা এলাকায় অসাধারণ এক একটি স্মরণীয় অবদান রেখে গবেষণার নব নব দিগন্ত উন্মোচন করে দিয়ে গিয়েছেন।