সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব – ১৩)

মজুর, মার্ক্স ও মে দিবস

ডিনামাইটের সম্বন্ধে তো খানিকটা জানা হল। কিন্তু যে সূত্রে ডিনামাইটের কথা এখানে বলতে হল সেই ডিনামাইট ভরা বোমাটা চার মে রাত দশটার পর হে মার্কেটের সভায় কে ছুঁড়েছিল, তা আজো ঠিক ঠিক জানা হয় নি।
ইলিনয় রাজ‍্যের সুপিরিয়র কুক কাউন্টি কোর্টে বিচারপতি জোসেফ এস্টন গ‍্যারি ( ৯ জুলাই ১৮২১ – ৩১ অক্টোবর ১৯০৬) র আদালতে মামলার শুনানিতে প্রসিকিউশন, মানে অভিযোগকারী পুলিশ প্রশাসনের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সিস এইচ ওয়াকার, জর্জ ইঙ্গহ‍্যাম এবং জুলিয়াস স্প্রাগ গ্রিনেল ( ১৮৪২ –১৮৯৮)।
ডিফেন্স অর্থাৎ অভিযুক্তদের আইনজীবী ছিলেন উইলিয়াম পার্কিনস ব্ল‍্যাক, সিগমুণ্ড জাইসলার। আর ছিলেন উইলিয়াম ফস্টার।
আমেরিকা যুক্তরাষ্ট্রে এখনো বিচারের ক্ষেত্রে জুরিপ্রথা চালু আছে।  সেই ১৮৮৬ তেও ছিল। জুরি হল একদল শিক্ষিত, বোধবুদ্ধিসম্পন্ন, মার্জিত ব‍্যক্তি, যাঁরা ধৈর্য ধরে অন‍্যের কথা শুনে বুঝতে পারেন, এবং সকল পক্ষের বক্তব্য শুনে বুঝে একটা বিচার দেবার জন‍্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। মোটামুটিভাবে শিক্ষিত ভদ্র গুণী ব‍্যক্তিদের আমেরিকা যুক্তরাষ্ট্রের জুডিশিয়াল ব‍্যবস্থার মধ‍্যে গ্রহণ করা হয়। সাধারণভাবে ভোটার তালিকা থেকে বিভিন্ন ধরনের পেশায় যুক্ত বিভিন্ন ধরনের ব‍্যাকগ্রাউণ্ডওয়ালা শিক্ষিত ব‍্যক্তিদের নারীপুরুষ নির্বিশেষে ডেকে নেওয়া হয়। আদালত এইরকম ভদ্র মার্জিত দায়িত্বশীল নাগরিকদের একটি তালিকা তৈরি রাখেন। এর মধ‍্য থেকে নির্বিশেষে বা যথেচ্ছভাবে, মানে র‍্যানডমভাবে, বারোজনকে মনোনীত করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনি ব‍্যবস্থায় জুরি হিসেবে তালিকাভুক্ত ব‍্যক্তিদের পক্ষে আদালতের ডাক পেলে জুরি হিসেবে কাজ করতে যাওয়া বাধ‍্যতামূলক হিসেবে বিবেচিত হয়। মনে করা হয়, একজন জুরি একজন নিরপেক্ষ ব‍্যক্তি হিসেবে একটি রায় গড়ে তুলতে সক্ষম হবেন।
সুপিরিয়র কুক কাউন্টি কোর্টে বিচারপতি জোসেফ এসটন গ‍্যারির আদালতে জুরিদের বিচার শুরু হল। তখনও অ্যালবার্ট পারসনস অধরা। অভিযুক্ত শ্রমিকনেতাদের আইনজীবী উইলিয়াম ব্ল‍্যাক অ্যালবার্ট পারসনস এর সঙ্গিনী ও সহযোদ্ধা লুসি পারসনস এর কাছে বার্তা পাঠালেন যে অ্যালবার্ট যেন আদালতের কাছে আত্মসমর্পণ করেন। তিনি ফেরার হয়ে থেকে গেলে মামলাটি অকারণে জটিল হয়ে গিয়ে অন‍্য অভিযুক্তদের বাঁচানো মুশকিল হয়ে যাবে। পরে বোঝা গিয়েছিল ব্ল‍্যাকের পরামর্শটি একেবারেই কাজের ছিল না। যাই হোক ট্রায়াল শুরুর দিনেই অভিযুক্তদের পক্ষে আদালতের কাছে দাবি করা হয়েছিল যে, আলাদা আলাদা ব‍্যক্তির আলাদা আলাদা ভাবে বিচার করতে হবে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।