ক্যাফে ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব – ৩)

২ প্রসঙ্গ : অ্যাভোগ্যাড্রো সংখ্যা
জন ডালটন যখন অ্যাটম নিয়ে তাঁর তত্ত্ব খাড়া করছেন, সেই সময়ে আমদিও অ্যাভোগ্যাড্রো ( ৯ আগস্ট ১৭৭৬ – ৯ জুলাই ১৮৫৬) পদার্থের নির্দিষ্ট পরিমাণের ভিতর কতগুলি অ্যাটম আছে, গুণে ফেললেন। আজ আমরা অ্যাভোগ্যাড্রো সাহেবের সম্মানে ওকে অ্যাভোগ্যাড্রো নম্বর বা সংখ্যা হিসেবে চিনি।
অ্যাভোগ্যাড্রো যে ঠিক বলেছেন বিজ্ঞানীমহলে এ কথাটা জোরদার ভাবে তুলে ধরেন স্তানিসলাও ক্যানিজারো ( ১৩ জুলাই ১৮২৬ – ১০ মে ১৯১০)। ১৮৬০ সালে কার্লশ্রুহে কনফারেন্সে গিয়ে ক্যানিজারো ওই কথাটা বললেন।
অ্যাভোগ্যাড্রো সংখ্যাটা ঠিক কত, তা বহুবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম নির্ধারণ করেন জোহান জোসেফ লসচমিডট ( ১৫ মার্চ ১৮২১ – ৮ জুলাই ১৮৯৫) ।
পরে জাঁ পেরিন (৩০ সেপ্টেম্বর ১৮৭০ – ১৭ এপ্রিল ১৯৪২) ১৯০৯ সালে অত্যন্ত নিখুঁত ভাবে অ্যাভোগ্যাড্রো নম্বরের মান নির্ধারণ করেন। ১৯১৩ সালে জাঁ পেরিন “লেস অ্যাটমস” নামে বই লিখলেন। ১৯২৬ সালে অ্যাভোগ্যাড্রো সংখ্যা নিয়ে কাজ করার সুবাদে ও ফোটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আইনস্টাইনের গবেষণার সূত্রে আরো বিস্তারিত অনুসন্ধান করায় তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।