T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মুজিবর রহমান মল্লিক

পুড়িল হৃদয়
প্রেমের আগুনে পুড়িল আমার হৃদয়,
প্রেম ও বিরহের লুকোচুরি খেলছে সব সময়।
ভুল বোঝাবুঝি আর যাবতীয় সংশয়,
যদিও একে অপরের প্রতি,
প্রেমের জোয়ারে হাবুডুবু খায়।
নিঃস্বার্থ ভালোবাসা আর নিখাদ প্রেম,
ছত্রে ছত্রে অগাধ বিশ্বাস,
আর পদে পদে অভিমান।
প্রেমের পরশ নিয়ে এলো,
শিশিরে ভেজা ভোর।
অনেক হলো প্রিয়া আমার,
খোলো তুমি হৃদয়ের দোর।