ক্যাফে কাব্যে মীনা রায় বন্দ্যোপাধ্যায়

জল

জল পানেতে জীবন বাঁচে
জলে ডুবে মরে,
হাইড্রোজেন দুই অক্সিজেন এক
জলটি তৈরি করে।

পূর্ণ বয়স মানুষ নিত্য
পাঁচ লিটার জল খাবে,
পানীয় জল সংরক্ষণে
এগিয়ে সব যাবে।

জল অপচয় রোধে সবাই
তৎপর হতে হবে,
ভূগর্ভস্থ মিঠে পানি
রক্ষা পাবে তবে।

স্নানে কাপড় বাসন ধুতে
প্রয়োজন খুব জলে,
কিছু মানুষ জল সম্পদে
নষ্ট করে চলে।

রাস্তার কলে অকারণে
পড়ে যদি জলটা,
সচেতন যে নাগরিক সেই
বন্ধ করেন কলটা।

এক ফোঁটা জলে তৃপ্ত
মুমূর্ষু যে রোগী,
শান্তিবারি ছড়িয়ে দেন
শুদ্ধ স্নিগ্ধ যোগী।

নদী সাগর ঝরণা বৃষ্টি
জলের খেলা নিয়ে,
জীব জগতের বাঁচা মরা
জানে মানব হিয়ে।

জলের প্রাণী ও জীবজন্তু
মানুষ লাগায় কাজে,
জলদেবতা পুজো করে
গঙ্গা মকর সাজে।

জলযানেতে চড়ে লোকে
দিচ্ছে বিদেশ পাড়ি,
সাঁতার কেটে সুস্থ শরীর
রাখছে নর ও নারী।

জীবন নামে ডাকা জলে
মিথ্যা সে তো নয় রে,
জলের অভাব আসবে শুনে
জাগছে মনে ভয় রে।

Spread the love

You may also like...

error: Content is protected !!