ক্যাফে কাব্যে মধুমিতা রায়

মায়ার খেলা
আমি নিশ্চিত জানি
তুমি দুয়ারে দাঁড়িয়ে আছ
বহুদিন
মায়ার মত
প্রখর কপাল,স্বচ্ছ চোখ
বিদ্যুতের মত হাসি,
সে হাসিতে পৃথিবীও ভোলে
অন্ধকারের মানচিত্র।
বাইরে তোমায় খুঁজি না,
ভিতরে মায়ার রোদে ঝিলমিলে তুমি
লেপ্টে থাক হৃদয়ঘেঁষে।
বুঝি না তোমার অগ্নিদীপ্ত চোখে কি আছে!
আঁধারের বিরুদ্ধে যুদ্ধঘোষনা
নাকি ধ্বংসের ইঙ্গিত!
পাখি যেমন আটকে থাকে
অরন্যের বাঁধনে,
মেঘ আটকে থাকে আকাশের সুতোয়,
আমিও তেমনি আটকে রয়েছি
মায়ার খেলায়।
রাজা যেমন তার কাঙ্খিত নারীর কাছে নতজানু হয়,
তার শরীর জুড়ে খোঁজে
অমৃতলোক,
আমিও তেমনি তোমার
স্হির চোখ, অকপট হাসি
আর প্রকৃতির মত বুকে
খুঁজতে থাকি ত্রিলোকের রহস্য।