T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় মশিউর রহমান

ঘাস পাতার আকুতি
ঘাসপাতার আকুতি কেউ বোঝেনি,
বোঝেনি তার জিজ্ঞাসু মন।
কেন, জমিন তাকে পায়ে মারে, দলিত করে,
কেন, আকাশ আবার বৃষ্টি ও শিশিরে
শুদ্ধতায় পরিপূর্ণ করে!
আকাশের পানে চেয়ে
প্রশ্নের উত্তর খোঁজে, পাওয়া যায় না!
ধূলিকণার দিকে চেয়ে
প্রশ্নের উত্তর খোঁজে, মনঃপূত না হলে,
একমাত্র সম্বল হয় আপনার জ্ঞান, চিন্তা
ও কল্পনাশক্তি যা আপনাকে নতুন করে
দেখতে, ভাবতে এবং বলতে অনুপ্রাণিত করে।
আকাশ অবশ্য বলেছিলো, ‘এটা প্রাপ্তি’
আর ধূলিকণা বলেছিলো, ‘এটা ফলাফল’
ঘাসপাতা অবশ্য মুক্তি খোঁজে পাখির ঠোঁটে।