ভ্যালেন্টাইনস স্পেশাল এ মৃত্যুঞ্জয় রায়

প্রেমের কবিতা

প্রেমের কি আর উদাহরণ দিই!
ক্ষয়ে যাওয়া চামড়ার জুতো নাকি ভেঙে যাওয়া কাচের চুড়ি
উনুনে ফুটন্ত ভাত নাকি অফিস ফেরৎ ছেঁড়া বর্ষাতি
গুছিয়ে রাখা মশলার কৌটো নাকি অফিসের ফাইল পত্র
লক্ষ্মীর ঘটে জমানো সংসারের বাড়তি পয়সা নাকি পায়ে হেঁটে বাস ভাড়া বাঁচানো বুক পকেটের খুচরো!
প্রেমের কি আর উদাহরণ দিই!
তারপর সন্ধে নামে এক বালতি জলে
দুই ক্লান্ত পথিক নামে ডুব সাঁতারে
ঘামে ভেজা শার্ট আর হলুদ মোছা শাড়ির আঁচল
ভালোবাসার দিন শোকায় খট খটে রোদে
কখনও দুই অসহায় ভেঙে পড়ে একসঙ্গে কখনও উঠে দাঁড়ায়
দুজন জানে এক আলনায় পাশাপাশি কিভাবে থেকে যেতে হয়
ঘামে ভেজা শার্ট আর হলুদ মোছা শাড়ির আঁচল, দুই শরীর এক হৃদয় |

Spread the love

You may also like...

error: Content is protected !!