T3 || নারী দিবস || সংখ্যায় মশিউর রহমান

নারী স্বাধীনতা
যারা শিক্ষিত এবং কর্মজীবী মহিলা
সকালে যায় আর ফিরে সন্ধ্যা বেলা।
নানা কাজে ব্যস্ত থেকে সময় করে পার
বহন করে না তারা পরাধীনতার ভার।
হতে হয়না তাদের কারও মুখাপেক্ষী
নিজ প্রয়োজন মেটায় নিজে একাকী।
সাচ্ছন্দ্যে এক একটি দিন কেটে যায়
সকলে তাদের দিকে ভালোবাসা ছড়ায়।
ইচ্ছা হলে করে গ্রহণ নয়তো দেয় ফেলে
বাঁধা পড়েনা তারা কুসংস্কারের শৃঙ্খলে।
কিন্তু অশিক্ষা অন্যের মুখাপেক্ষী করে
একদলকে ঠেলে অন্তঃপুরের গহবরে।
শুধু কল্পনা তাদের কাছে নারী স্বাধীনতা
শিক্ষা ছাড়া অসম্ভব বৈষম্যহীন সমতা।