কবিতায় মৌসুমী প্রামাণিক

নারী
আমি যখন মেয়ে ছিলাম
আমি তখন দশ
মাসি বলল ,এই মেয়ে
ঠিক করে তুই বস ।
আমি যখন মেয়ে ছিলাম
আমি তখন বারো,
মা বলল অতো জোরে নয়
আস্তে কথা বলো।
আমি যখন নারী হলাম
আমি তখন শাড়ি,
লোকে আমার সবকিছুতেই
দেখলো বাড়াবাড়ি।
শাড়ির সাথে সিঁদুর এলো
এলো শাঁখাপলা
এই কোরোনা, সেই কোরোনা,
প্রাণ যে ঝালাপালা।
দিনের পরে দিন কেটে যায়
পেরোয় বছর, মাস
নারীর মাঝে মানুষ যে এক
করে বসবাস।
রাগ ,জেদ আর বলিষ্ঠতা
ধিরে মাথা তোলে,
জীবনের সব ‘কোরোনাকে’ আজ,
ভাসিয়ে দিয়েছি জলে।
জীবন পেলো নতুন অর্থ
নতুন এক পরিচয়,
গোধূলীবেলায় এসে তাই বলি
জীবনের হোক জয়
মানুষের হোক জয়।