T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মাসুদ পথিক

স্তনপাখির হাহাকার
অর্থাৎ ‘স্তন’ এই শব্দটির নিথর দেহ পড়ে আছে,
মন তার উড়ে গেছে, বহুকাল
উড়ে, সন্ধ্যা-পীড়িত এই পাখিটি,
নীড় কোথায়, আমরা তা জানি কি?
কেবলি উড়ছে পাখিটি, মাঠের উপর মান-জঙ্গলের ধারে’
কিছু সমাজ-বাঘ ঘুরছে, ঘুরে
পাটক্ষেত বাদাম বন ধানের কচিপাতা কাঁপে, থরোথরো
দেহহীন পাখিটি কোথাও বসতে পারে না এই সজন-বিদীর্ণ সন্ধ্যার মুখে
পড়ে আছে দেহ! রহস্যঘন ধ্বনি, চারধারে
দেহটি ঘিরে বসে আছে বহুজাতিক বাঘ
দুধ কোম্পানি দিচ্ছে চোখ জ্বলজ্বল বিজ্ঞাপন
ছিঁড়ে খুঁড়ে খাবে স্তনের কোমল মায়া, অনুরাগ
স্তন বস্তুটি জৈব সুপ্রচল, কারক আশ্রিত সম্প্রদান
ধ্বনি খুব উঁচনিচু আর এতো যে আভা!
হালুমগুলোও বাজার তাড়িত, তো করছে, বাতাস করছে প্রকম্পিত,
ক্রেতার সুপ্ত প্ররোচনা
ফলে পালক খসে খসে পড়ে স্তনপাখিটির,
নীড়ে বসে কাঁদছে__পাখির তিন সন্তান
কে দেবে তুলে ওদের কচি ঠোঁটে প্র-গতির দানা
নারী ও পুরুষের মধ্যবর্তী প্রাণ প্যারাডাইম ডানা?
অথবা কে আজ ডাকবে মা, মা বলে,?
অতীত বর্তমান ভবিষ্যৎ ত্রিকাল তোমার!
জেনো আমার আদুরে মৃত সন্তান.স্তনপাখির নিভৃত হাহাকার,
আজও।