মার্গে অনন্য সম্মান মধুরিমা মুখোপাধ্যায় রায় (সেরার সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৪
বিষয় – হোলি / দোলযাত্রা / বাসন্তিকা
বাসন্তিক প্রেমাবিলতা
এলো আবার মধু- ঋতু,
হৃদয়েতে দিয়ে দোলা।
দ্বার খোলো ও শিমুল পলাশ রাণী,
না হয়ে অপনভোলা।
ওগো পলাশ রাজা, কৃষ্ণচূড়া,
ছড়াও রঙের আগুন!
দখিণা সমীরণের মন্দ হিলোলে-
এসেছে যে বাসন্তিকা, চৈত-ফাগুন।
কৃষ্ণচূড়া- রাধাচূড়া-
ছড়াও রঙের আবির।
নতুন রঙে রাঙাতে হৃদয়,
মোরা সবাই ওগো অধীর।
ওগো অলি তোমার গুঞ্জরণে,
ভেসে আসে আম্রমঞ্জরীর মধু- ঘ্রাণ।
মিলন ঋতু মধু বসন্তে-
কুসুমিত এ মন- প্রাণ।
বসন্তের ডালি ভরা,
রঙ- রূপ- ফুল- ফল!
প্রকৃতির ছাপ- মন -অঙ্গনে
তাই হৃদে উজাগর প্রেম হিল্লোল।
রবিকবির মধুর গানে-
ও বসন্ত গাই তোমার জয়গান।
রুক্ষ – শুষ্ক- বৃদ্ধ শীতের পরে,
হে নবযৌবনা মধু বসন্ত,
তোমার পরশ তর হৃদয় করে-
হৃদয় করে আনচান।
বাসন্তিকায় বসন্তদূত,
গায় যে মধুর সুরে।
প্রেম পিয়াসী হৃদয় তখন,
খোঁজে প্রাণ বঁধুরে।।