|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় মৌসুমী মণ্ডল দেবনাথ
by
·
Published
· Updated
সাঁতার
গেটটার মাথায় এখনও পিংক বোগেনভিলিয়া ছেয়ে থাকে সারাবছর। বিখ্যাত এক কবির হলুদ বাড়িটির একতলায় লাইব্রেরী, বৈঠকখানা ও লেখার টেবিলের পাশেই ঘরোয়া বার কাউন্টার। আধবোতল স্কচ, অ্যান্টিক ওয়াইন গ্লাসের টুংটাং।
দু’বছর আগে এখানেই ছোট রোজ-উডের তাকে বুদ্ধদেবের শায়িত স্টেচু। পরের তাকে সদ্য কৈশোরউত্তীর্ণ এক নবদম্পতির ছবি ছিল। কাচের বাটিতে জুঁই বা বেলফুল। ঘরটা ফুলের গন্ধে ম ম করতো।
বছর তিরিশের কবিপত্নী বাচিক শিল্পী। দোতলায় থাকেন। তিনতলায় আবৃত্তির স্কুল। দুজনের দেখাসাক্ষাৎ হয়ে যায় কখনোসখনো গেটে বা একতলার মেন-দরজায়…
হঠাৎই একদিন কবির মোবাইলে হোয়াটস অ্যাপে একটা মেসেজ এলো।