উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙাতে নিবাস।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম মাস্টার ডিগ্রি এবং
পরবর্তীতে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেকেন্ড বার বাংলায়
মাস্টার ডিগ্রি।লেখালেখি, গান শোনা এবং গান করা পছন্দ করি। বিশেষ করে
রবীন্দ্র সংগীত ও আধুনিক। নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির বেঙ্গল
পার্টিশন বিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত আছি ।বাড়িতে প্রাইভেট পড়ানো হয়
,সঙ্গে একটি এনজিওতে সমাজসেবামূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত আছি। বাস্তব
সমস্যাকে লেখার মধ্যে বেশি ফুটিয়ে তুলতে পছন্দ করি। আনন্দলোক পত্রিকায়
দশটার অধিক ক্যাপশন প্রকাশিত হয়েছে।
রক্তদান
রক্তদান মহৎ দান নাইকো যার তুলনা
রামের রক্তে বাঁচে রহিম একথা কভু ভুলো না।
টাকা দিয়ে সব কেনা যায়, যায় না শুধু রক্ত
শরীর ছাড়া তৈরি করা ভীষণ ভাবে শক্ত ।
রক্তের কোনো জাত নেই, নেইকো কোনো পরিচয়
রক্ত শুধু মানুষ চেনে জাত-পাত চুলোয় যায়।
ভেদাভেদ দূরে রেখে রক্তদান করুন ভাই
জীবন দানে রক্তের কোন বিকল্প নাই।