অনেক কষ্ট সয়ে আমরা স্বাধীনতা পেয়েছি
বহু বিপ্লবী রক্তের বিনিময়ে ভারত স্বাধীন করেছেন ।
বলতে পারেন দেশ প্রেম মানে কি?
দেশের যত ভালো খারাপ কেউ মাথায় রাখি কি?
মোটরসাইকেলে পতাকা নিয়ে পনেরই আগস্টে বন্দেমাতরম,
পাড়ায় পাড়ায় দু-একদিন নেতাজি গান্ধীর মূর্তিতে মাল্যদান,
দেশাত্মবোধক গান গেয়ে প্রভাতফেরিতে যাওয়া,
বিশেষ দিন ব্যতীত দেশ মায়ের ভৎসনা করা,
এই কি দেশপ্রেম! নাকি মুখোশধারী শয়তানি?
নোংরা রাজনীতির শিকার প্রকৃত দেশ প্রেমিকরা
আহা দেশের প্রতি নেতা-মন্ত্রীদের কি ভক্তি !
বলতে পারেন এটাকেই দেশ প্রেম বলে কি ?
জাতিতত্ত্বের কাঁটাতারে মনুষ্যত্বের অপমৃত্যুকে দেশ প্রেম বলে কি ?
যদিও স্বাধীন ভারতবর্ষ,তবুও প্রকৃতই স্বাধীন কি ?
চোখের সামনে কত প্রশ্ন বহু মুনির বহুমত
ভারত মায়ের বীর সন্তান ছেড়েছে তার মা-ও ঘর ।
কাঁটাতারের দুই প্রান্তে হিন্দু-মুসলিম যুদ্ধ হয়
নেতা-মন্ত্রী হিসাব কষে কাদের কত শহীদ হয় ।
জীবনটাকে তুচ্ছ করে দেশ মাকে যারা রক্ষা করে
চির দুঃখ তাদের ঘরে চিরদিনই বিরাজ করে ।
কেউবা তার স্বামী হারায়, কেউবা তার সন্তান
কেউবা তার শহীদ বাবার মৃত্যু শোকে ধরে গান ।
দেশের জন্য বিপ্লবীরা দিয়েছেন তাদের প্রাণ
সৈনিকরা তাদের থেকে কোন অংশে কম নন ।
দেশের প্রতি নাড়ির টান, যদি না দেওয়া যায় প্রাণ
কেমন করে বলব তাকে পাবেন সে দেশপ্রেমিকের সম্মান।
দেশপ্রেমিকের প্রচুর কাজ নেইকো কোন পরিধি
দেশের মানুষকে রক্ষার ভার তাদের কাঁধে তুলে দিই ।
নিজের মায়ের মত যারা দেশ মাকে ভালোবাসে
দেশের জন্য দশের জন্য ভাবনা চিন্তা তাদেরই থাকে ।
দেশের প্রতি অবদান জানাই স্যালুট সম্মান
দেশপ্রেমিকের সম্মান সৈনিকদের বাঁচার গান ।