তোমার কথা ভীষণ মনে পড়ে, জানিনা কেমন আছো তুমি, আজ কত গুলো বছর হয়ে গেল তোমায় দেখিনা, সোশ্যাল মিডিয়ার দাক্ষিণ্যে অবশ্য তোমার কিছু ছবি বা আপডেটস পাই ঠিকই, তবে তাতে যে মন ভরে না, দুধের স্বাদ কি আর ঘোলে মেটানো যায়?
শেষ আপডেট পেয়েছিলাম, তুমি এখন নিউইয়র্কে। একটা অদ্ভুত কনফিডেন্স দেখতে পাই এখন তোমার চোখে মুখে, আগের থেকে যেন আরও অনেক সুন্দরী হয়েছো এখন। অবশ্য তখনও সুন্দরী ছিলে। আমি হয়তো তখন সে রূপে নিজেকে ভোলাতে পারিনি। দিনের পর দিন তোমায় ঠকিয়েছি। ক্ষণিকের ভালোলাগা মনে করে একাধিক সম্পর্কে জড়িয়েছি। নিজেকে ক্রমশ নীচে নামিয়েছি, তাই হয়তো আজ তুমি আমার ধরাছোঁয়ার থেকে অনেক দূরে, ভালোই আছো নিশ্চই। এখন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেও তোমায় দেখতে পাইনা, ছুঁতে পারিনা, তোমার গলার স্বর টুকু যে বড় শুনতে ইচ্ছে করে মৌমী। শুধু মাত্র আমার সান্নিধ্যে থাকবে না বলে অফিস থেকে ও বদলি নিয়ে নিলে! খুব ঘেন্না করো আমায় তাইনা? অবশ্য সেটাই হয়তো স্বাভাবিক, আমি ঠকিয়েছি তোমায়! আমি ঠকিয়েছি… সেই বিবেক যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি মৌমি।