T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মীরা মুখোপাধ্যায়

শীত সিরিজের একটি কবিতা
রাতে খুব শীত পড়ে আজকাল
আঙুল অসাড় হয়ে আসে।
ভোরবেলা দেখবো কি আমার বাগানে
বেগুনকোদরের মতো গুঁড়ো গুঁড়ো তুষার ঝরেছে !
কুয়াশার জাল ছিঁড়ে কেউ আসে
মাঙ্কিটুপির ফাঁকে শুকনো মুখ
ক্যাম্বিসের জুতো, ঝুলে যাওয়া নীল কোট
আয়নার সামনে দাঁড়ালে
মনে হয় ওতো আমি !
কিন্তু কবে এতোটা ভাঙ্গলাম…..
ভোর হয়, আলো এসে দোল খায় , ধুলো ওড়ে
আমাদের পূর্বদুয়ারি এই ঘরে
সে আসে আস্তে আস্তে কুয়াশার গুঁড়ো মেখে
অনেকটা বাবার মতো
বাকিটা আমার মতো পরে