কবিতায় মৌসুমী মুখোপাধ্যায়

খাদ

সবটুকু মুছে যাওয়া দিন ক্ষতের মতন বিবর তোমার
মৃত কোষে ঢেকে বিবর্ণ পড়ে আছে পলল রাজরোষ
ক্ষমা নেই
কে’ কখন এসে থেমেছে , দুদন্ড দাঁড়িয়েছে প্রবাহ বিমুখ—
শ্রান্তির কুহেলিকায় অপনোদনের বার্তা রেখেছে প্রত্যুষ
প্রবাহে যত ক্লান্তি’ই থাক্ তবুও পতঙ্গ ওড়ে আলো ওড়ে
বিকারহীন গাঢ় জীবনসত্যের মতন । থামি , একটু ভাবি ,
নিমিত্ত অসাবধানতায় আদিম সরীসৃপের হাঁ-মুখের মতো
প্রকট হয়ে দাঁড়াও পথিমধ্যে কোমলতাহীন
মহী রূপ তুমি , ভরসাহীন ,অশ্রুহীন গিরিখাদ’— চিরকালীন
ঘন রাত্রির মতো ঋণ’
পৃথিবীর কোটরে কোটরে জমা হয়ে থাকে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।