|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় মালা মিত্র

তোমার উপস্থিতি 

হটাৎ দেখি আলতা মাখা পা,

ভোরের ঘাসে শিউলি গালিচা,

সুবাস তুমি যাওনি আজো ছেড়ে;

মিথ্যে ভাবা তুমি এলে না।

গোধূলির গাঢ় লাল টিপ,

কপাল ছোঁয় সন্ধ্যে লগ্নে ঠিক,

দুহাত বাড়াই কারণ খুঁজে মরি;

বাতাস হয়ে জড়িয়ে ধর ঠিক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।