কবিতায় বলরুমে মৌসুমী লাহিড়ী
by
·
Published
· Updated
মুশকিল আসান
আমরা বড় মুশকিলে আছি
আমাদের ঘর নেই, খাবার নেই,
আমাদের কোনো কাজ নেই,
মুশকিল আসান করতে পারো?
আমরা এখন বড্ড অসহায়
আমাদের নিরাপত্তা নেই,
আমাদের নির্ভয়তা নেই,
মুশকিল আসান করতে পারো?
আমরা এই সমাজে পঙ্গু
শিরদাঁড়া সোজা নেই,
মাথা আমাদের উঁচু নেই,
মুশকিল আসান করতে পারো?
আমাদের কোনো জাত নেই
আমাদের কোনো মান নেই,
আমাদের কোনো দাম নেই,
মুশকিল আসান করতে পারো?
আমাদের পাশে কেউ নেই,
কারণ আমাদের অর্থ নেই,
হাতে একটুও ক্ষমতা নেই,
মুশকিল আসান করতে পারো?