কাব্যানুশীলনে মুনমুন লায়েক

রাজার রাজ্যের বিচার
যা গেছে, সব ওদের গেছে
রাজার ভেবে লাভটা কি
আসন আমার অটল আছে
মুকুট হোক না যতই ভারী
সবার কথা ভাবতে গেলে
রাজত্ব যাবে রসাতলে
অকালে প্রাণ ঝরতে পারে
তাতে বা কি এসে-গেলো
আমার সেনা বাঁদরদল
হয় যদি নৃশংস বর্বর
কেন তোমার বিচার চাই
রাজার কাজে কি বিচার হয়?
চুপ করে যাও, পাবে সুবিধা
এই প্রতিশ্রুতি মিথ্যা নয়
কেন রাস্তা দখল,কেন বা রাত জেগে
কেন এত কলরব তুলেচ্ছো চারিদিকে
রাজা আমি কথা দিচ্ছি
বিচার করবো, দোষী লুকিয়ে
শূন্য বাপ-মায়ের কোলে
দেবো টাকা অনেক ঢেলে
রাজার শাসনে আছে বিচার
ধামাচাপা আর অনাচার
প্রমাণ -তথ্য লোপাট করে
বিচার হবে……….. বিচার হবে
একটু না হয়, ধৈর্য্য ধরো
রাজার রাজ্যের সবিই ভালো
তবুও শান্তি আসে নাকো।।