সাতে পাঁচে কবিতায় মৃণালকান্তি

জীবাশ্ম ছায়াকথা – ( তেরো )

মাথায় বাসা বেঁধে গেছে চাতক
এ মস্তিষ্ক তবু বৃষ্টি চায় না…
চোখের নীচের জল পড়ে, যে মাটিতে
জন্ম নেয়; অসহিষ্ণু ভ্রুনকথা!
তার কিছুদুরে একটা নদীর ছবি এঁকে
শেকল লাগাই ঘরের।
বান কিংবা ভাসান একান্তই ব্যক্তিগত…!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।