কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ মোক্তাদুল ইসলাম সজল

দায় কার
জমাট বাঁধা সরোবরে আঁটকুড়ে গোছের মৌনতা,
মাথাব্ধি গিলে খাচ্ছে মিরাকেল আশাতীত শূন্যতা।
আবার যদি ভুলক্রমে ও পেতাম ঐ দুরন্ত কৈশোর
শৈশব খুঁজে খররোদে হতাম দলছুট সুখ দিগম্বর!
বড় হওয়ার ‘লাফ ধাপ ঝাঁপ’ ভুলে প্রজাপতি হয়ে
ধুলোবালিছাই নিয়ে অবুঝ হবো সরলতার লয়ে।
শিক্ষা হয়েছে সব ছেড়ে কি করে যায় ভালো থাকা
বন্ধুত্বের ঠিকানাটা তাই বুক পকেটে সযতনে রাখা।
বাস্তবতার ভার, গাধার খাটুনি খেটে ও নিজ কাঁধে
চরম ত্যাগের মহিমায় বৃদ্ধাশ্রমে তাইতো মা কাঁদে।
পিতার ঔরসজাত হয় সম্পদের ন্যায্য হিস্সা দার
জন্মদাতার অবর্তমানে তার দায় কে করে উদ্ধার!