কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ হাসু কবির

হলদে বরণ ধান
কাঁচা হলুদ রূপ ধরেছে
ক্ষেতের সবুজ ধান
মৃদু হাওয়ায় ঝন ঝনাঝন
ওঠে সুরের তান।
সোনা বরণ ধান দেখিয়া
কৃষক জুড়ায় প্রাণ
মুখ জুড়ে তার হাসির ঝিলিক
বুকে খুশির বান।
পাকা ধানের মৌ মৌ ঘ্রাণে
কৃষক হৃদয় ভরে।
মনের সুখে কাস্তে হাতে
ধান কাটে গান ধরে।
নতুন ধানে ভরবে গোলা
স্বপ্ন চোখে মুখে
শোধ করিবে ধারও দেনা
থাকবে মহাসুখে।
কৃষাণপাড়ায় চলছে মাড়াই
খুশির আমেজ সেই
পিঠা পুলির ধুম পড়েছে
কৃষাণির ঘুম নেই।