সাপ্তাহিক রম্য সাহিত্যে মন্দিরা হাজরা (বসু) (পর্ব – ১৫)

এই তৃতীয় অপারেশনটির পর আমি সত্যি সত্যিই বাড়ি ফিরে আসতে পারলাম । এরপরও বেশ কিছুদিন নিছক অভ্যাসবশেই গোছানো ব্যাগটি আনপ্যাক করতে পারিনি পাছে আবার তক্ষুনি তক্ষুনি হাসপাতালে ফিরতে হয়। । প্রথম কিছুদিন মাঝরাতে আধঘুমে কলবেল হাতড়েছি একগ্লাস জলের প্রত্যাশায় এবং শীঘ্রই বেটারহাফের নাসিকাধ্বনিতে ( কিঞ্চিত সূউচ্চ) , ” নিজ হাতে কর কাজ” এর কঠোর বাস্তবে ফিরে এসেছি । কিছুটা সময় লেগেছে আমার কিশোর এবং প্রায় কিশোর পুত্রযুগলের “জেট সেট” জীবনযাত্রায় পুনঃপ্রবেশ করতে । তবে আমার তরফে দিনকয়েক ঢিলা দেয়ার পরপরই অত্যন্ত দ্রূততার সঙ্গেই তারা ” ডোন্ট ওরি মাম্ , আই ক্যান হ্যান্ডেল দিস্ ” থেকে ” মাম্ , ক্যান ইউ ফাইন্ড দ্যাট ফর মি প্লিজ্ ” এর অভ্যস্থ ছাঁচে ফেরত যায় । আমার স্বামীর মতে এটি হল যেচে বংশদন্ড গ্রহন করার প্রকৃষ্ঠ উদাহরণ মাত্র । আমার কাছে কেন জানিনা, এ ছিল মাতৃসিংহাসনে পূণঃপ্রতিষ্ঠার মতো । জানিনা বিশেষ করে পাঠিকারা কেউ কেউ এর সাথে একমত হলেও হতে পারেন ।