কবিতায় মালা ঘোষ মিত্র

নীল জ্যোৎস্না
মানুষ ক্ষতবিক্ষত
নিশ্চয়তা নেই জীবনের
এখন কি মগ্ন হওয়া যায়।
কোথায় আছে মুক্তি,
কি আছে এই তুচ্ছ জীবনে
এসো নখরঞ্জনী মাখা হাতে হাত রাখি,
ফিরে যাই যেখান থেকে এসেছিলাম।
দরজাটা একটু খোলা রেখো,
ভেজা পায়ে এসে
ফেরার পথ না ধরলে হয়।
চন্দন বনে আজ নীল জ্যোৎস্না,
আড়ালে দাঁড়িয়ে কথারা চুপ।।