• Uncategorized
  • 0

|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || মৈত্রেয়ী ঘোষ

ডেস্টিনেশন

শেওলা প্যাঁচানো জীবন নিয়ে
মুখ থুবড়ে পড়ে আছি,
সামনে অষ্টাদশীর অভিশপ্ত পর্দা ঝোলানো
তাকে সরিয়ে বা ছেদ করে এগিয়ে যাবো–
এমন সাহস হয়না!
অগত্যা উল্টো পথেই–
পা-যানের গতি বাড়াতেই দেখি,
আবছা অন্ধকার ভাগাভাগি করে ছিঁড়ে খাচ্ছে
শেকড় হীন বন্ধুত্বের বন্ধন!
এবারও থমকে গেলাম, সম্মুখে অনন্ত চিন্তারাশি
সেই মুহুর্তের ভাবনা আজ‌ও অন্তরের
দক্ষিণ- পশ্চিমে জিজ্ঞাসার চিহ্ন আঁকে!
জীবনটা আসলে শুধুই গতিময়
গন্তব্য অজানা অধরা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।