কবিতায় মঞ্জিরা ঘোষ

একেকটা দিন
একেকটা দিন, খসে যায় প্রহরের মূলে—
কণ্ঠরোধ হয়ে আসে ইচ্ছে অনিচ্ছের অনর্গল প্রবাহের স্বরে।
জীবনের প্রতি বাঁকে জমে আছে বেদনার ঋণ,
পরাধীন মুহূর্ত আর ধুলোদীর্ণ আঙরাখা।
সংঘাতে সংঘাতে কলস্বরে ভেসে আসে,
কে কার চেয়ে বড়?
নির্বিকল্প যাপন না কি, নিভৃতের তীর্থরেণু অন্তঃসলিলা!
অতঃপর, তারাখসা শব্দের ভেতর জেগে ওঠে সুচেতনা।
একেকটা দিন ভাঙে গড়ে, অন্তর বাহির—
জন্মদাগে এঁকে দেয়, দৃঢ় অঙ্গীকার॥