T3 ক্যাফে হোলি স্পেশাল এ মহীতোষ গায়েন

বসন্ত বাতাসে
গভীর রাত,পূর্ণিমার চাঁদ হাসে;
একাকী নির্জনে রাতচরা অনুষঙ্গ
সব স্মৃতির মমার্তে ভিড় করে।
বসন্ত বাতাসে তাদের অবাধ বিচরণ,
এদের সাথে কথা বলতে বলতে
রাতের শেষ ট্রেনে ফিরছি।
বসন্ত বাতাসে ভেসে আসা
বাউল সুরে সিক্ত হই,আনমনা উদাসী মন
হাওয়া- মোরগের গতি মাপে।
মানুষ পরিকল্পিত মিথ্যাচারে
অবলীলায় হার মানে…
বসন্ত আসে বসন্ত যায়।
তবুও আশার বাগানে ফুল ফোটাবে বলে
বিদগ্ধ মানুষ হতাশার আগুন বুকে নিয়ে
আজও প্রহর গোনে প্রেমে ও প্রত্যাশায়।