“বিভূতির পথে অপুর সাথে” চাঁদের পাহাড় কাব্যে বাহারে মন্দিরা ঘোষ

কিউপিড রাত
কিউপিড রাতের একাকার নিয়ে জ্বলজ্বলে সবুজ টিপ
রাতজাগা লিপস্টিকে ফিকে প্রস্তাব
ঘুমের স্ট্রিপবোর্ড শার্টের একতারায়
তূরীয় হয়ে উঠলে
শহরের গ্লাসে চলকে ওঠে
বেঠোফেনের মদ
কলমের পাশে খালি গ্লাসের হয়রানি
সাইকো নখের মোমবাতিগান