T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মন্দিরা ঘোষ
by
·
Published
· Updated
ছোঁয়াচে
কেন যে এমন হয়! চলমান দিনের গায়ে কেমন যেন আনমনা ছোঁয়াচ!রোদ ফুটলেও গায়ে আধো অন্ধকারের দাগ।যেন ভোরের আলোয় নুয়ে থাকা ফুল …নরম কোন আঘাতে কাতর ।ফোঁপানো গোপন কষ্টের আঁচ পেরিয়ে কোনমতে সে দাঁড়িয়ে। জানান দ্যায় তার সয়ে থাকা অস্তিত্বের ভাঙা চেহারা।তাতে সৌরভ নেই ,গৌরবও নেই।
তবু থাকতে হয় সমস্ত ভাল না লাগাটুকু মেখে।ভ্রূক্ষেপহীন তরঙ্গের অভিঘাতে যেভাবে উজাড় হয় নদী,যেভাবে কান্নার সমবেত শব্দরা মুছে দ্যায় ধমনীর কলরব,নুয়ে আসে জীবনের ঝংকার। সেভাবেই আলগা হয়ে যাওয়া স্পর্শের কাছে নুয়ে আসে ছায়া।হিম সংকেতে ভরে যায় ঘর।ভালোলাগার উজান একা একা বইতে থাকে আবহমান ছোঁয়াচে অসুখ….