সাতেপাঁচে আজ মৌমিতা ঘোষ

প্রশ্নচিহ্ন
যে সুখেরা ভালোবাসা বোঝে সে সুখেরা বেহিসাবি খুব
আলতো আলোর নীচে দেখি মিথ্যের বাহারি সে রূপ
কথা বলা অহেতুক জেনো, ওতে শুধু জঞ্জাল বাড়ে
সবটুকু মুছে দেওয়া গেলে খুঁজে নেওয়া অসুখেরা সারে।
অসুখের গন্তব্য নেই, আমার মতোই হতভাগী
পাক খাওয়া কেটে যাওয়া ঘুড়ি, পরিচিত কলঙ্ক দাগী।
কত স্মৃতি মোছবার দলে , দাঁড়িয়েছে, হাতে তার দাগ
সুখটুকু ছিল আমাদের, দুঃখের কেন নেই ভাগ?