দিব্যি কাব্যিতে মো. দেলোয়ার হোসেন by TechTouchTalk Admin · Published July 4, 2021 · Updated July 4, 2021 ভয় পেওনা ভয় পেওনা জ্বর এসেছে… আমার বুকে অনেক দিনের দুঃখ জ্বলে! চোখের ভেতর নষ্টপোকা তোমার চোখে কীভাবে চোখ রাখি বলো? দৃষ্টিভ্রমের কষ্ট নিয়ে চোখ মুছে যাই অন্যদিকে ভিন্নপথে ভয় পেওনা ভিন্ননারীর নখপালিশে ক্ষয় হবোনা একজীবনে! ভয় পেওনা জ্বরের ঘোরে সত্য কিছু উগরে দিলেও আঁচলচেপে মুখ ঢেকোনা বুকের খোপে অনেক মুখের ঝকমকানি রৌদ্র জ্বলে কষ্ট জ্বলে- শূন্য জ্বলে ! ভয় পেওনা তোমার হাতের জলপট্টি আর চালভাজাস্বাদ বৃষ্টি ছুঁয়ে জ্বর তাড়াবো ! ভয় পেওনা কোভিড না হয় বুকের ওপর পাথর চেপে বসলো শেষে বন্দদমের বুকফাটাশ্বাস হাতড়ে হাতড়ে কুড়িয়ে নিতে হাত বাড়ালাম কার চুম্বনে বুকভরে পাই অক্সি-বাতাস কাজ কি খুঁজে? ভয় পেওনা মরি যদি তোমার কোলে মাথা রেখে মরার সুখটা নেবো চেয়ে! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ক্যাফে কাব্যে চন্দ্রানী মিত্র September 12, 2020 by TechTouchTalk Admin · Published September 12, 2020 · Last modified June 3, 2022