মার্গে অনন্য সম্মান মিতা দাস বিশ্বাস (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৯
বিষয় – শিশির বিন্দু
চাওয়া
মিনু চল ভোরের আলো ফুটেছে,যাব ঐ ঘাসের বনে,
শিশির বিন্দু তুলব আমি পরিয়ে দেব তোর কানে।
হীরে তো অনেক দামি পারব না কিনে দিতে,
ওরে মিনু শিশির বিন্দু হীরের কুচি পড়িয়ে দেব নাকছাবি তে।
আয়না তোর সামনে ধরব দেখবি তুই নিজের সাজ,
শিশির বিন্দু হীরে হয়ে জ্বলছে তোর মুখের মাঝ।
চলো তবে দৌড়ে যায় তোমার ঐ ঘাসের বনে,
দুহাতে শিশির বিন্দু ছোঁব আমি তুমি থাকবে আমার মনে।
দুপায়ে পরব আমি হীরের নুপুর ভিজিয়ে ঐ ঘাসে পা,
নাচব আমি মনের খুশিতে শীতের পরশে ডুবিয়ে গা।
মন আমার রাধা হয়েছে চলো তোমার স্বপ্নের দেশে,
কেউ তো আমাকে বলে না হীরে দেব ভালোবেসে।
হেমন্তের শীতের আমেজ শিশির বিন্দু ঘাসের ডগায়,
বাতাস বলছে ওরে ধরা শীত আসতে দেরি যে নাই,
কুয়াশা জড়ানো শীত যখন চারিদিকে ছাইবে চাদর,
আমি তোমার হাতটি ধরে কুয়াশার পথটি করব পার।
রাতচরা পাখিটা তখন ডাকবে ঐ নিছুম বনে,
মনটা আবার রাধা হবে উতলা মনটা তোমায় টানে।
শিশির আর কুয়াশার ভোর এক অজানা পৃথিবী তৈরী করে,
বাঁচব সেথায় সাজিয়ে নিজেকে ওগো প্রীয় তোমার তরে।
চাওয়াগুলো সব মিষ্টি তোমার শিশির বিন্দু হীরের কুচি,
জানো তো সখা তোমার এই চাওয়াগুলোকে আমি যে বড্ড ভালোবাসি।।