T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মৃণালেন্দু দাশ

মাধব আসেনি বলে
দক্ষিণে নাগিনী মেঘ
শ্রীখন্ড হতে ধেয়ে আসে বিষাক্ত বায়ু
প্রহরে প্রহরে শঙ্কা , দড়ি টানাটানি
যমে আর দমে —
মাধব আসেনি বলে , অন্ধকার কুঞ্জ
রাধার অন্তরে বিদ্ধ যন্ত্রনার সূঁচ
এতদসত্ত্বেও সখিরা সাজায় তাঁকে
মালতী চন্দন কুমকুমে ,
কৃষ্ণ এসে যাতে চোখ ফেরাতে না পারে।