কাব্যানুশীলনে মাথুর দাস
by
·
Published
· Updated
শৃগালেরা
শৃগালেরা জেগে ওঠে প্রহরে প্রহরে,
এক, দুই, তিন, চার, ক্রমে অগণন ;
চতুর জম্বুক-কুলের শুনি উল্লসন,
বনে জঙ্গলে গঞ্জে গ্রামে ও শহরে ।
প্রতিটি প্রহর জানে নিজস্ব স্বভাব,
গৃহস্থ জাগ্রত, নাকি নিদ্রার আভোগ ?
চুরি যায় ছাগশিশু, মরাল, মোরগ,
বর্ধমান লোলুপতা কীসের প্রভাব !
দিবাভাগে শিবা সব থাকে রবহীন,
অতি প্রিয় কাল সেই নৈশ অন্ধকার ;
ধুন্ধুমার ব্যস্ততাশেষে বন্ধ হয় দ্বার,
শৃগালেরা অপারগ ফোটাতে যে দিন !