T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মাথুর দাস

পূজা এখন

 

পূজা বলতেই হই হুল্লোড়,

ঠাকুর উপলক্ষ্য ;

সাজুগুজু ঘোরাফেরা, আর

চর্ব্য চোষ্য ভক্ষ্য ।

 

মাইক ডি-জে বাজেই কী যে,

উচ্চস্বরের শব্দ !

কান ফেটে যায় জান কেটে যায়,

স্বরযন্ত্রও জব্দ ।

 

হই হই চই চতুর্দিকে,

রই কী করে মৌন ?

পূজা এখন সারা বছর-ই,

পঞ্জিকাটি গৌণ ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।