T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় মহুয়া দাস

বিরহের দিন
শ্রাবণের গান শেষ হবে এবার
পায়ে পায়ে কত পথ
পাতা পচে গেলে
শব্দ ওঠে না,
জানি তো এসব।
শালের জঙ্গল ছেড়ে
শহরে যাবো ভেবে
বেলা যায়।
স্নান করতে ইচ্ছে নেই,
ভাত বেড়ে দেবে বউ।
দরজা ধরে দাঁড়িয়ে আছে সে
কখন ফিরে আসি
আমিই কি ছাই জানি?
এই বসন্তে নাকি
ওই শ্রাবণে আবার?