কবিতায় মধুমিতা ধর

কথা ছিল
আমার কোথাও যাওয়ার কথা ছিল
আড়াল থেকে ডাক দিয়েছে কেউ
কান পেতেছি জলের কলতানে
আছড়ে ভাঙে নীরবতার ঢেউ।
সুখের কলস ভরেছিল কবে
অতল জলে তলিয়েছে আজ সব
নির্ঝরিনীর গভীরতায় এস
হাওয়ায় ওড়াও নীরব কলরব।
সর্বনাশের খেলা ভাঙে যখন
সহিষ্ণুতা তলিয়ে যাবার আগে
এক অভিমান বুকের পাঁজর ভরা
অবোধ মায়া জড়ায় অনুরাগে।