সাহিত্য ভাষান্তরে মহুয়া দাস (আসল – Scott Thomas Outlar)

আকার (অনুবাদ)
তোমার চোখ দুটি থেকে আলোর রশ্মি ঠিকরে পড়ে ।
তোমার মস্তিষ্কের পিরামিডটি তৈরি হয়েছে
এক অদৃশ্য হাতের দ্বারা।
তোমার অহং শেষ হোক
মরুভূমির বালুকারাশির মধ্যে।
ফেরার কোন পথ নেই আর,
ক্ষমা শব্দটির মধ্যেও যেন আজ বানিজ্য বসত করে।
পেঁচার চোখের দৃষ্টি কেন তোমার চোখে?
আমি বুঝি না।
এদিকে হৃদয় জুড়ে হীরে জহরত তোমার,
নিরাপদে সুরক্ষিত রাখতেই হয়তো বা লুকনো।
পাত্রে প্রজ্বলিত এক শিখা
দপদপ করে জ্বলছে।
জীর্ণ পুরাতনকে সরিয়ে
এক নতুন মুহূর্তের উদঘাটন ঘটছে যেন।
তোমার চোখে আজ আবার সঙ্গীতের মূর্চ্ছনা দেখছি ।