কবিতায় মধুমিতা ধর

ফারাক
আজকে আঁচল ধরল টেনে ভিজে শ্রাবণ হাওয়া
মন পেরিয়ে কোন বিজনে আজ হারিয়ে যাওয়া।
মন শ্রাবণের টুকরো খবর বলি যে কার কাছে
তাকিয়ে দেখি নিঃস্ব হয়ে ছড়িয়ে পড়ে আছে।
ছড়িয়ে গিয়ে ফুরিয়ে যাব তুলবে এসে কেউ
হয়ত সবই মুছে দেবে বাউন্ডুলে এক ঢেউ।
হঠাৎ শ্রাবণ জিদ ধরেছে পান্ডুলিপি গুলো
ভিজিয়ে দেবে, উড়িয়ে দেবে যা ছিল চালচুলো।
থাকবে কিছু ভাবছো তুমি তখনও এই ভাবে
হারিয়ে যাবার পরেও কি আর সত্যি খুঁজে পাবে।
জলের নূপুর পরব না আর বদ্ধ ঘরের খাঁচায়
হয়ত ফারাক পথ হারাবে মিথ্যে এবং সাঁচায়।