কবিতায় মধুমিতা ধর

কোথায় উত্তরণ
কি জানি কখন ডুবে গেল তরী
ঘটল বিপর্যয়
কোন প্রেক্ষিতে শিকড় টলেছে,
হারিয়েছে প্রত্যয়।
প্রত্যয় কিছু ছিল কি সত্যি
ভাবনারা খোঁজে জমি
পায়ের তলায় বিষময় হয়
বাসের যোগ্য ভূমি।
সঙ্কট কালে কালের ছোবলে
ভেসে যায় কুল,পার
আগুনের শিখা দাউ দাউ জ্বলে
পুড়ে হয় ছারখার।
হিসেব কিছুই মেলে না কখনো
জটিলতা থেকে যায়
অলীক মায়ার পথগুলো সব
হারায় মরীচিকায়।
আগুনের নদী পেরোনো যায়না
লাভার উদ্গীরণ
পাষাণের ভাষা রপ্ত করেও
কোথা সে উত্তরণ!!