সাতে পাঁচে কবিতায় মাথুর দাস

কেন্দ্রীয় সরকার অধিগৃহীত সংস্থা দুর্গাপুর স্টীল প্ল্যান্ট থেকে অবসরপ্রাপ্ত । মূলত কবিতা ও ছড়া লিখে থাকি ।

স্বচ্ছতা

কুয়াশার চাদরে মোড়া ভোর,
সকালের স্বচ্ছতা কত দূর !
আবছায়া গিলেছে আলো জোর,
দৃষ্টির তীব্রতা ক্রমশ মেদুর ।
কুয়াশার চাদরে মোড়া ভোর,
অস্বচ্ছ সবই, দেখি যত দূর ;
কু-আশা ঘুচিয়ে কি ঘনঘোর
বাজবে ভোরাইয়ের মৃদু সুর ?
কী কী ঢাকলে আলোছায়া
রহস্য বাড়তে থাকে ঢের ?
সরালে পর্দা, অলীক মায়া
নিশ্চিত পাওয়া যাবে টের ।
কুয়াশা শিশির হয়ে রেঙে
সকালের আলো দেবে ঠেক,
আলস্যের আড়মোড়া ভেঙে
জেগে ওঠো নিদ্রিত বিবেক ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।